প্রশ্ন
কিছু লোক দাওয়াতের ফজিলত বুঝাতে গিয়ে বলে থাকে যে, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইলম থাকা জরুরি নয়। বরং ইলহীন ব্যক্তিও যদি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে তাহলে আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ থেকে ইলম দান করবেন। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি না, উক্ত বিষয়টি সঠিক নয়। কুরআন হাদিসের কোথাও এমনটি বলা হয়নি। বরং শরিয়তের দৃষ্টিতে প্রতিটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪]
মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যও ইলম অর্জন করা জরুরি। অন্যথায় পথভ্রষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। উমর বিন আব্দুল আজীজ (রহ.) বলেন,
من عمل على غير علم كان ما يفسد أكثر مما يصلح
‘যে ব্যক্তি ইলম ছাড়া আমল করে সে সংশোধনের চেয়ে বিশৃঙ্খলা বেশি করে।’ [তারীখে তাবারী ৬/৫৭২]
সুতরাং মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পূর্বশর্ত হল ইলম শিক্ষা করা। ইলম শিক্ষা করা ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়া বৈধ হবে না।
মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ৭৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12661/article-details.html