প্রশ্ন
ভয় পেলে বুকে থুথু দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভয় পেলে বুকে থুথু দেওয়ার কোনো ভিত্তি ইসলামি শরিয়তে নেই। এমনকি বিষয়টি বিজ্ঞান সম্মতও নয়।
বরং ভয় পেলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। বেশি সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করতে হবে। আশা করা যায় যে, এতে ভয় দূর হয়ে যাবে। বুকে থুথু দেওয়ার কোনো প্রয়োজন নেই।
সহিহ বুখারি, হাদিস: ৭০৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12490/article-details.html