প্রশ্ন
বেজী খাওয়া বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বেজী একটি হিংস্র ও নিকৃষ্ট প্রাণি। তাই তা খাওয়া বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَيُحَرِّمُ عَلَيهِمُ الخَبائِثَ
‘আর তাদের জন্য হারাম করা হয়েছে খাবায়েস (নোংরা বস্তু)।’ [সূরা আরাফ, আয়াত: ১৫৭]
রদ্দুল মুহতার ২/৫৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12484/article-details.html