প্রশ্ন
আমি আমার শত্রুর ক্ষতি করতে চাই। সেক্ষেত্রে তাবিজ করার মাধ্যমে তার ক্ষতি করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাবিজ ব্যবহার বৈধ হওয়ার অন্যতম একটি শর্ত হল, তাবিজের মাধ্যমে কারো কোনো ক্ষতি করা যাবে না। তাবিজের বৈধতার ক্ষেত্রে ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন,
‘বিপদগ্রস্ত, অসুস্থ ও অন্যান্য লোকদের জন্য কালি দ্বারা আল্লাহর কালাম এবং জিকির লিখে দেওয়া এবং তা ধুয়ে পানি পান করা বৈধ।’ [মাজমুউল ফাতওয়া, ইবনে তাইমিয়্যাহ, ১৯/৬৪]
কাজেই শত্রুর ক্ষতি করার উদ্দেশ্যে তাবিজ করা বৈধ হবে না।
সূরা বাকারা, আয়াত: ১০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12470/article-details.html