প্রশ্ন
অনেককে দেখা যায়, ইমামের সাথে রুকু ধরার জন্য দৌঁড় দেয়। জানতে চাচ্ছি, এ কাজটি কতটুকু শরিয়ত সমর্থিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমামের সাথে রুকু ধরার জন্য দৌঁড় দেওয়া শরিয়তে কাম্য নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
إِذَا سَمِعْتُمْ الْإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلاَ تُسْرِعُوا فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّو
‘যখন তোমরা ইকামত শুনতে পাবে, তখন নামাজের দিকে চলে আসবে, তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পূর্ণ করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৩৬]
সুতরাং ইমামের সাথে রুকু ধরার জন্য দৌঁড় দিবে না। বরং ধীরস্থিরভাবে এসে যদি রুকু পাওয়া যায় তাহলে ইমামের সাথে রুকু করবে। অন্যথায় নামাজ শেষে তা আদায় করে নিবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12374/article-details.html