প্রশ্ন
ইসলামি শরিয়তে ছবি তোলা হারাম। কিন্তু হজ্বে যেতে হলে ছবি তুলতে হয়। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য হজ্বে যাওয়া কি মাফ হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তের একটি মূলনীতি হল, তীব্র প্রয়োজন দেখা দিলে হারাম বস্তুও সাময়িক সময়ের জন্য হালাল হয়ে যায়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ
‘তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা তোমাদের জন্য বিশদভাবে বাতলে দেয়া হয়েছে, তবে যদি তোমরা নিরুপায় হও (তবে ততটুকু নিষিদ্ধ বস্তু খেতে পার যাতে প্রাণে বাঁচতে পার)।’ [সূরা আনআম, আয়াত: ১১৯]
অপরদিকে হজ্ব ফরজ হওয়ার পরও কোনো ব্যক্তি যদি হজ্ব আদায় না করে তাহলে শরিয়তে তার জন্য কঠিন শাস্তির ধমকি দেওয়া হয়েছে। হাদিসে কুদসীতে এসেছে, আল্লাহ তাআলা বলেন,
إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لا يفد إلي لمحروم
‘আমি আমার বান্দাকে শারীরিক সুস্থতা ও জীবিকার প্রসস্থতা দান করলাম। তারপরও পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর সে যদি আমার গৃহের উদ্দেশ্যে গমন না করে তাহলে সে হতভাগা ও বঞ্চিত।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩৭০৩]
বর্তমানে যেহেতু ছবি তোলা ছাড়া হজ্বে যাওয়া সম্ভব নয় তাই উলামায়ে কেরাম বলেন, হজ্বে যাওয়ার প্রয়োজনে ছবি তোলা সাময়িক সময়ের জন্য বৈধ হয়ে যাবে।
কাজেই ছবি তোলা হারাম হওয়ার কারণে হজ্বে যাওয়া যাবে না- বিষয়টি শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12318/article-details.html