প্রশ্ন
ক্রিকেট খেলা দেখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে হারাম বস্তু দেখাও হারাম। বর্তমানে ক্রিকেট খেলাগুলোতে বিভিন্ন ধরনের হারাম কাজের সমাবেশ থাকে। তাই সেগুলো দেখাও শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না। কিছু খারাবি নিম্নে উল্লেখ করা হল,
১. সময়ের অপচয়। অথচ কিয়ামতের দিন এই সময় কোথায় ব্যয় হয়েছে সে সম্পর্কে জবাব দেওয়া ছাড়া এক কদমও সামনে অগ্রসর হওয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘কিয়ামত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদদ্বয় আল্লাহ তাআলার নিকট হতে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে, কিভাবে অতিবাহিত করেছে? তার যৌবনকাল সম্পর্কে, কি কাজে তা বিনাশ করেছে; তার ধন-সম্পদ সম্পর্কে, কোথা হতে তা উপার্জন করেছে এবং তা কি কি খাতে খরচ করেছে এবং সে যত টুকু জ্ঞান অর্জন করেছিল সে মুতাবিক কি কি আমল করেছে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৪১৬]
২. বর্তমানে ক্রিকেট টুর্নামেন্টগুলোতে জুয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, পাপাচারসহ নানা ধরনের হারাম কাজের সংমিশ্রণ থাকে।
কাজেই ক্রিকেট খেলা দেখা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12306/article-details.html