প্রশ্ন
কেউ যদি কুরআন ছুঁয়ে মিথ্যা কসম খায় তাহলে তার কাফফারা দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিথ্যা কসম করা কবীরা গুনাহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ
‘কবীরা গুনাহসমূহের (অন্যতম) হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, পিতামাতার নাফরমানী করা, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৭৫]
আর কুরআন ছুঁয়ে মিথ্যা কসম করা তো অত্যন্ত গর্হিত কাজ। হাদিস শরিফে এসেছে,
مَنْ حَلَفَ بِسُورَةٍ مِنَ الْقُرْآنِ لَقِيَ اللَّهَ بِعَدَدِ آيِهَا خَطَايَا
‘যে ব্যক্তি কুরআন মাজিদের কোনো একটি সূরার কসম করবে সে ঐ সূরার প্রত্যেকটি আয়াতের বদলায় একটি করে গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১২৩৬০]
তবে মিথ্যা কসম করলে কোনো কাফফারা দেওয়া লাগে না। বরং উক্ত কাজের কারণে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে হয়।
সুতরাং কোনো ব্যক্তি যদি কুরআন ছুঁয়ে মিথ্যা কসম খায় তাহলে তার কাফফারা না দিতে হলেও খাঁটি মনে তওবা করতে হবে।
ফাতহুল বারী ১১/৫৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12296/article-details.html