প্রশ্ন
ঈদ ও জুমআর নামাজে ইমাম ও খুতবাদাতা যদি ভিন্ন হয় অর্থাৎ, একজন খুতবা দেয় আর অপরজন নামাজ পড়ায় তাহলে নামাজ আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমাম ও খতিব একই ব্যক্তি হওয়া জরুরি না। বরং ভিন্ন ব্যক্তি হলেও নামাজ শুদ্ধ হয়ে যায়।
কাজেই ঈদ ও জুমআর নামাজে একজন যদি খুতবা দেয় এবং আরেকজন নামাজ পড়ায় তাহলে নামাজ আদায় হয়ে যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
রদ্দুল মুহতার ২/১৪৭; আল বাহরুর রায়েক ২/৫০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12276/article-details.html