প্রশ্ন
নারীরা তো ঈদের নামাজ পড়ে না। তারা যেমন জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়ে ঈদের নামাজের পরিবর্তে কোন নামাজ পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহিলাদের উপর ঈদের নামাজ পড়া ওয়াজিব নয়। বিশিষ্ট তাবেয়ি নাফে (রা.) থেকে বর্ণিত,
عن نافع عن ابن عمر: انه كان لايخرج نساء فى العيدين
‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) উভয় ঈদে (ঈদুল ফিতর ও আযহায়) মহিলাদেরে বের হতে বা বের হওয়ার জন্য ছেড়ে দিতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৪/২৩৪]
তবে জুমার নামাজের বিকল্প হিসেবে জোহরের নামাজ থাকলেও ঈদের নামাজের বিকল্প কোন নামাজ নেই। তাই এর পরিবর্তে অন্য কোন নামাজ পড়তে হবে না।
আদ্দুররুল মুখতার ২/৩০৭, আল বাহরুর রায়িক ১/৬২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12209/article-details.html