প্রশ্ন
আমার উপর কুরবানি ফরজ। আমার কুরবানি যদি আমার স্বামী দেন তাহলে কি জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যার সামর্থ্য আছে তার উপর কুরবানি ওয়াজিব।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
مَنْ وَجَد سَعَةً فلم يُضَحِّ فلا يَقْرَبَنَّ مُصَلاَّنا
‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ [ইবনে মাজাহ, হাদিস: ২১২৩, মুসনাদে আহমদ, হাদিস: ৮২৭৩]
স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানি করতে পারবে। তবে এ জন্য স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী কুরবানি করলে তা স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে। অন্যথায় স্ত্রীর পক্ষ থেকে আদায় হবে না।
ولو ضحي عن أولاده الكبار وزوجته لا يجوز إلا بإذن
‘নিজের প্রাপ্তবয়স্ক সন্তান ও স্ত্রীর পক্ষ থেকে তাদের অনুমতিসাপেক্ষে কুরবানী করা জায়েয আছে৷ নতুবা জায়েয নয়৷’ [রদ্দুল মুহতার: ৯/৪৫৭]
হিদায়া ৪/৪৪৩, খুলাসাতুল ফাতাওয়া: ৪/৩০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12203/article-details.html