প্রশ্ন
মুরতাদ কাকে বলে? ইসলামি শরিয়তে এমন ব্যক্তির বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুরতাদ বলা হয় যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইসলামের কোনো অকাট্য আকিদা-বিশ্বাসকে অস্বীকার বা অবমাননা করে কাফের হয়ে গেছে।
ইসলামি শরিয়তে মুরতাদের বিধান হল, তাকে প্রথমে তওবা করতে বলা হবে। সে যদি তওবা না করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ ইসলামের মতো এমন সুন্দর দ্বীন ও জীবনব্যবস্থা নিজ চোখে দেখার পরও যে তা বর্জন করল, এমন ব্যক্তিকে বাঁচিয়ে রাখা নির্বুদ্ধিতার পরিচায়ক। তাছাড়া হাদিস শরিফে এসেছে,
عن عكرمة قال: أتي علي رضي الله عنه بزنادقة فأحرقهم. فبلغ ذلك ابن عباس فقال: لو كنت أنا لم أحرقهم،لنهي رسول الله صلى الله عليه وسلم : لا تعذبوا بعذاب الله، ولقتلتهم لقول رسول الله صلى الله عليه وسلم : من بدلدينه فاقتلو
‘ইকরিমা থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা.) এর নিকট কয়েকজন মুরতাদ-যিন্দীককে ধরে আনা হল। তিনি তাদের পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এ-খবর ইবনে আববাস (রা.) এর নিকট পৌঁছলে তিনি বললেন, আমি হলে পুড়িয়ে হত্যা করার আদেশ দিতাম না। কেননা রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহ পাকের শাস্তি দানের বস্ত্ত (আগুন) দ্বারা শাস্তি দিও না।’ আমি বরং এদেরকে হত্যা করতাম। কেননা আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘যে নিজের দ্বীন পরিবর্তন করবে, তাকে হত্যা করে ফেলবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৯২২]
আল্লাম ইবনুল কায়্যিম (রহ.) বলেন,
‘মুরতাদকে মৃত্যুদণ্ড দেওয়াটাই যুক্তিসঙ্গত। কারণ সমাজে মুরতাদের অবস্থান বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। এমন ব্যক্তিকে বাঁচিয়ে রাখা নির্বুদ্ধিতার পরিচায়ক।’ [ইলামুল মুওয়াক্কিঈন ২/৮৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12132/article-details.html