প্রশ্ন
আমাদের মসজিদে নতুন একজন ইমাম সাহেব এসেছেন। তিনি মাগরিবের আজান ও ইকামতের মাঝে দশ/পনের মিনিট বয়ান করে থাকেন। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাগরিবের আজান ও ইকামতের মাঝে বয়ান করার বিষয়টি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাছাড় তখন সময় একেবারে সামান্য থাকে। সে সময় নামাজের প্রস্তুতির জন্য তা ব্যয় করতে হয়। তাই ঐ সময়ে বয়ান করা উচিৎ নয়।
তবে কখনো যদি গুরুত্বপূর্ণ কোনো মাসআলা বা বিষয় মুসল্লীদেরকে জানাতে হয় তাহলে সে সময় সংক্ষেপে তা বলা যাবে।
আদদুররুল মুখতার ২/১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12114/article-details.html