প্রশ্ন
আমার এক বন্ধু জানতে চেয়েছে, স্ত্রীর জন্য স্বামীর বীর্য মুখে নেওয়া বৈধ কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বীর্য নাপাক। এ কারণে তা কাপড়ে লাগলে কাপড় ধৌত করতে হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ
‘হে আম্মার, পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয়। যথা,
১. পায়খানা। ২. পেশাব। ৩. বমি। ৪. রক্ত এবং ৫. বীর্য।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৫৮]
তাই বীর্য মুখে নেওয়া কিছুতেই বৈধ নয়। তাছাড়া এটি একটি বিকৃত রুচির পরিচায়ক। পাশাপাশি এ কারণে বিভিন্ন রোগ বালাইও ছড়ায়। তাই এ জাতীয় ঘৃণ্য কাজ থেকে বিরত থাকা প্রত্যেকের কর্তব্য।
বাদায়েউস সানায়ে ১/৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12102/article-details.html