প্রশ্ন
আমি যখন হায়েজগ্রস্ত থাকি তখন আমার স্বামী পায়ুপথে সহবাস করতে খুব জোরজবরদস্তি করে। সেক্ষেত্রে আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পায়ুপথে স্ত্রী সহবাস হারাম। এ ব্যাপারে সুস্পষ্ট দলিলও বিদ্যমান রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ﷺ
‘যে তার স্ত্রীর পশ্চাদদ্বারে সঙ্গম করে; সে যেন আল্লাহ তাআলা কর্তৃক মুহাম্মদ (সা.)-এর উপর নাজিলকৃত দীন হতে মুক্ত হয়ে গেল।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯০৪]
আর যে বিষয়টি হারাম তা কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। তাছাড়া শরিয়ত বিরোধী কোনো কাজে কারো কথা মান্য করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لا طاعة لمخلوق في معصية الله عز وجل
‘আল্লাহ তাআলার নাফরমানী করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৯৫]
সুতরাং এক্ষেত্রে আপনি আপনার স্বামীর কথা মান্য করবেন না। বরং তাকে বাধা দিবেন।
উল্লেখ্য, হায়েজ অবস্থায় যোনিপথ ও গুহ্যদ্বারে সহবাস করা ছাড়া অন্যসব আচরণের অনুমতি ইসলাম দিয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ مِنَ الْحَائِضِ شَيْئًا أَلْقَى عَلَى فَرْجِهَا ثَوْبًا
‘রাসূল (সা.)-এর কোন এক স্ত্রীর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) তাঁর ঋতুবতী স্ত্রীর সাথে কিছু করতে চাইলে স্ত্রীর লজ্জাস্থানের উপর কাপড় রেখে তারপর করতেন।’[সুনানে আবু দাউদ, হাদিস: ২৭২]
সুতরাং আপনি হায়েজ অবস্থায় উক্ত দুই ক্ষেত্র ছাড়া অন্যভাবেও আপনার স্বামীর যৌন চাহিদা পূরণ করতে পারেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12004/article-details.html