প্রশ্ন
আমি শুনেছি, কয়েকটি সময় এমন রয়েছে যখন কোনো নামাজই পড়া যায় না। জানতে চাচ্ছি, সেই সময়গুলো কখন কখন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তিনটি সময় এমন রয়েছে যখন সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ। সে তিনটি সময় হল, সূর্যোদয়ের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়। হাদিস শরিফে এসেছে,
عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ، أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ
‘উকবাহ ইবনে আমির আল জুহানী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) তিনটি সময়ে আমাদেরকে নামাজ আদায় করতে এবং আমাদের মৃতদেরকে দাফন করতে নিষেধ করেছেন, (১) সূর্য যখন আলোকোদ্ভাসিত হয়ে উদয় হতে থাকে তখন থেকে তা পরিষ্কারভাবে উপরে উঠা পর্যন্ত, (২) সূর্য যখন ঠিক দ্বিপ্রহরের সময় থেকে হেলে যাওয়া পর্যন্ত, (৩) সূর্য ক্ষীণ আলোক হওয়া থেকে তা সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত।’ [সহিহ মুসলি, হাদিস: ৮৩১]
আদদুররুল মুখতার ২/৫২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11894/article-details.html