প্রশ্ন
অন্যের দেহে ট্যাটু অঙ্কন করে দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরীরে ট্যাটু আঁকা ইসলামি শরিয়তে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَعَنَ اللهُ الْوَاشِمَاتِ وَالْمُوْتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ
‘আল্লাহ লানত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি (ট্যাটু) অংকণ করে, নিজ শরীরে উল্কি (ট্যাটু) অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৮৮৬]
যে কাজ হারাম, সে কাজে অন্যকে সহযোগিতা করাও হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘আর তোমরা মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
সুতরাং অন্যের দেহে ট্যাটু অঙ্কন করে দেওয়া বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11878/article-details.html