প্রশ্ন
হাদিস শরিফে নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে। এর কারণ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ বেহেশতের চাবি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ
‘জান্নাতের চাবি হচ্ছে নামাজ।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৪]
এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন,
‘জান্নাতের দরজাগুলো বন্ধ। সেই দরজাগুলো খোলা যাবে একমাত্র আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমে। আর ঈমান আনার পর আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে নামাজ। এ কারণে হাদিসে নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে।’ [তুহফাতুল আহওয়াযী ১/৩৩]
ফয়জুল ক্বাদীর ৫/৫২৬; মিরকাতুল মাফাতিহ ১/৩৫৩; আওনুল মাবুদ ১/৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11840/article-details.html