প্রশ্ন
আমাদের এলাকায় কিছু লোক নারীদের চুল ক্রয় করতে আসে। জানতে চাচ্ছি, নারীদের মাথার চুল বিক্রি করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ
‘আমি আদাম সন্তানকে সম্মানিত করেছি।’ [সূরা ইসরা, আয়াত: ৭০]
এ কারণে সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত হয়েছেন যে, মানুষ যেমন সম্মানিত, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনকি চুল ও নখও ঠিক তেমনি সম্মানিত। কাজেই এগুলো বিক্রয়যোগ্য বস্তুরূপে গণ্য হবে না।
সুতরাং নারীদের চুল বিক্রি করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।
রদ্দুল মুহতার ৬/৪০৭; আল বাহরুর রায়েক ৬/৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11834/article-details.html