প্রশ্ন
দাঁড়িয়ে পানি পানের বৈধতা সর্ম্পকে কোনো বর্ণনা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় ইসলামি আদব হল বসে পানি পান করা। তবে প্রয়োজনে দাঁড়িয়ে পানি পানেরও অনুমতি শরিয়তে রয়েছে। হাদিস শরিফে এসেছে,
‘কাবশা (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) তার নিকট এলেন। নিকটেই পানির মশক ঝুলানো ছিল। তিনি দাঁড়ানো অবস্থায় তা থেকে পান করলেন। রাসূল (সা.)-এর মুখ লাগানো স্থানের বরকত লাভের আশায় কাবশা (রা.) মশকের মুখ কেটে সংরক্ষণ করেন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৪২৩]
আরেক হাদিসে এসেছে,
‘আমর ইবনে শুআইব (রহ.) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে, তিনি (দাদা) বলেন, আমি রাসূল (সা.)-কে দাঁড়িয়ে ও বসে পান করতে দেখেছি।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১৮৮৩]
অন্য হাদিসে এসেছে,
নাযযাল (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, কুফা মসজিদের ফটকে আলী (রা.)-এর নিকট পানি আনা হলে তিনি দাঁড়িয়ে তা পান করলেন। এরপর তিনি বললেন, লোকজনের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে পান করাকে মাকরূহ মনে করে, অথচ আমি রাসূল (সা.)-কে দেখেছি, তোমরা আমাকে যেমনভাবে পান করতে দেখলে তিনিও তেমনি করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৬১৫]
এ ছাড়া আরো অনেক হাদিস থেকে প্রমাণিত হয় যে, প্রয়োজনে দাঁড়িয়ে পানি পান করারও সুযোগ রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11663/article-details.html