প্রশ্ন
একদিন আমি দাঁড়িয়ে পানি পান করছিলাম। আমার দাদি আমাকে দাঁড়িয়ে পানি পান করার কারণে ধমক দেন এবং বলেন, দাঁড়িয়ে পানি পান করা হারাম। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে দাঁড়িয়ে পানি পান করা কি হারাম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম থেকে বসে ও দাঁড়িয়ে উভয়ভাবে পানি পানের বিবরণ পাওয়া যায়। রাসূল (সা.)-এর স্বাভাবিক আমল ছিল বসে পানি পান করা। কোনো বিশেষ কারণ থাকলে দাঁড়িয়েও পানি পান করেছেন। তবে একটি হাদিসে রাসূল (সা.) বিশেষভাবে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এ কারণে ফুহাকায়ে কেরামের মতে ওযর ছাড়া দাঁড়িয়ে পানি পান করা মাকরূহে তানযিহি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا، فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ
‘তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে গেলে সে যেন পরে বমি করে ফেলে।’ [সহিহ মুসলিম, হাদিস: ২০২৬]
সুতরাং দাঁড়িয়ে পানি পান করা হারাম- এ কথা বলার সুযোগ নেই। তবে ইসলামি আদব হল বসে পানি পান করা।
তুহফাতুল আহওয়াযী ৫/৫১২; ফাতহুল মুনঈম ৮/২০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11659/article-details.html