প্রশ্ন
আমি বিদেশ থেকে বিভিন্ন জিনিস এনে দেশে বিক্রি করি। সরকারি ট্যাক্স থেকে বাঁচার জন্য কাস্টমসের কিছু ব্যক্তিকে ঘুষ দিলে তারা ট্যাক্স ছাড়াই পণ্য খালাস করে দেয়। জানতে চাচ্ছি, এ জাতীয় পণ্য বিক্রি করলে উপার্জিত অর্থ হালাল হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে যে সকল বিদেশী পণ্য আমদানি করা হয় সেগুলো বিক্রয় করা নাজায়েয হবে না এবং এগুলো বিক্রি করে উপার্জিত অর্থও হালাল হবে। তবে সরকারের দৃষ্টিতে এ কাজটি আইনত দন্ডনীয় অপরাধ। তাই এ ধরনের পণ্য বিক্রয় না করার মাঝেই সতর্কতা রয়েছে। কারণ, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
‘নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৫]
তাছাড়া আপনি ঘুষের আশ্রয় নিচ্ছেন, যা শরিয়তের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত ও অপরাধযোগ্য একটি কাজ। হাদিস শরিফে এসেছে,
عن عبد الله بن عمرو قال: قال النبي صلى الله عليه وسلم: الراشي والمرتشي في النار
‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে।’[আলমু’যামুল আওসাত, তাবারানী, হাদিস: ২০২৬]
তাই এ জাতীয় কাজ থেকে বিরত থাকা আপনার উপর আবশ্যক।
তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৩২৩-৩২৪; রদ্দুল মুহতার ৬/৩৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11619/article-details.html