প্রশ্ন
আমি শুনেছি, আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা হল, রাসূল (সা.) কবরে জীবিত আছেন। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.) কবরে মৃত। এটি আবু বকর (রা.)-এর মত। সে বুখারির একটি হাদিস দ্বারা দলিল পেশ করে। আমার প্রশ্ন হল, আবু বকর (রা.) কি আসলেই বিষয়টি অস্বীকার করতেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রথমে আমরা হাদিসটি দেখে নেই। হাদিস শরিফে এসেছে,
‘রাসূল (সা.)-এর স্ত্রী আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সা.)-এর যখন মৃত্যু হয়, তখন আবু বকর (রা.) সুন্হ-এ ছিলেন। ইসমাঈল (রাবী) বলেন, সুন্হ মদিনার উঁচু এলাকার একটি স্থানের নাম। উমর (রা.) দাঁড়িয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল (সা.)-এর মৃত্যু হয়নি। আয়েশা (রা.) বলেন, উমর (রা.) বললেন, আল্লাহর কসম, তখন আমার অন্তরে এ বিশ্বাসই ছিল আল্লাহ অবশ্যই তাঁকে পুনরায় জীবিত করবেন এবং তিনি কিছু সংখ্যক লোকের হাত-পা কেটে ফেলবেন। অতঃপর আবু বকর (রা.) এলেন এবং আল্লাহর রাসূল (সা.)-এর চেহারা হতে আবরণ সরিয়ে তাঁর কপালে চুম্বন করলেন এবং বললেন, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান। আপনি জীবনে মরণে পবিত্র। ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, আল্লাহ আপনাকে কখনও দু’বার মৃত্যু আস্বাদন করাবেন না। অতঃপর তিনি বেরিয়ে এলেন এবং বললেন, হে হলফকারী! ধৈর্য অবলন্বন কর। আবু বকর (রা.) যখন কথা বলতে লাগলেন, তখন উমর (রা.) বসে পড়লেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৬৬৭]
দেখুন, হাদিসটির কোথাও একথা বলা হয়নি যে, আবু বকর (রা.) রাসূল (সা.)-এর কবরে জীবিত থাকাকে অস্বীকার করেছেন। তারপরও কেউ কেউ আবু বকর (রা.)-এর এ কথা ‘আল্লাহ আপনাকে কখনও দু’বার মৃত্যু আস্বাদন করাবেন না’- দ্বারা দলিল দেওয়ার চেষ্টা করে যে আবু বকর (রা.) বিষয়টি অস্বীকার করেছেন। আসলে তাদের এ কথা সঠিক নয়। মুহাদ্দিগণ কর্তৃক হাদিসের ব্যাখ্যাটি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে উঠে। এ হাদিসের ব্যাখ্যায় বুখারির ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী লিখেন,
‘যারা রাসূল (সা.)-এর কবরে থাকাকে অস্বীকার করে তারা এই কথার দ্বারা দলিল পেশ করে। তাদের জবাব দেওয়া হয় এভাবে যে, আবু বকর (রা.) উমর (রা.)-এর কথা ‘আল্লাহ অবশ্যই তাঁকে পুনরায় জীবিত করবেন’- কে খণ্ডন করার জন্য উক্ত বক্তব্য দিয়েছেন। বারযখের জগতে কী হবে তা হাদিসে বলা হয়নি। এর আরেকটি সুন্দর জবাব দেওয়া যায় যে, কবরে রাসূল (সা.) এমন এক জীবন পেয়েছেন যার পর আর মৃত্যু আসবে না (অর্থাৎ, তাঁর দুইবার মৃত্যু হবে না)। বরং সর্বদা জীবিত থাকবেন।’ [ফাতহুল বারী ৭/২৭]
সুতরাং আবু বকর (রা.) বিষয়টি অস্বীকার করেননি, বরং তিনিও বিশ্বাস করতেন যে, রাসূল (সা.) কবরে জীবিত আছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11613/article-details.html