প্রশ্ন
জনৈক ব্যক্তিকে দেখলাম, মুয়াজ্জিন সাহেব যখন أشهد أن محمدا رسول الله বললেন, তখন তিনি বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছলেন। আজান শেষে এর কারণ তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উক্ত কাজের দ্বারা রাসূল (সা.)-এর শাফায়াত লাভ হয়। আমার প্রশ্ন হল, উক্ত আমলের কোনো দলিল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত আমলটি কুরআন, হাদিস বা সাহাবায়ে কেরামের আছার দ্বারা প্রমাণিত নয়। এটি সুস্পষ্ট বিদআত। আর বিদআত শরিয়তের দৃষ্টিতে প্রত্যাখ্যাত। হাদিস শরিফে রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
‘যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।’ [সহিহ বুখারি, হাদিস: ২৬৯৭; সহিহ মুসলিম, হাদিস: ১৭১৮]
তকে কেউ কেউ আবু বকর (রা.)-এর একটি হাদিস দ্বারা উক্ত আমলটি প্রমাণ করা চেষ্টা করেন। মুহাদ্দিসগণ উক্ত হাদিসকে জাল বলেছেন। হাফেজ সাখাবী (রহ.) তার কিতাবে হাদিসটি উল্লেখ করার পর বলেন,
‘হাদিসটি সহিহ নয়।’ [আল মাকাসিদুল হাসানাহ পৃ. ৬০৫]
সুতরাং এ জাতীয় বিদআতী আমল থেকে বেঁচে থাকা আমাদের সকলের কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11611/article-details.html