প্রশ্ন
কেউ যদি ‘আল্লাহর নামে কসম করছি’ না বলে শুধু ‘কসম করছি’ বলে তাহলে কি কসম সংঘটিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহর নাম উল্লেখ না করে শুধু কসম করছি বললেও কসম সংঘটিত হয়ে যায়। ইবরাহীম নাখায়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
سَوَاءٌ عَلَى الرَّجُلِ أَنْ يَقُولَ : أُقْسِمُ ، أَوْ أُقْسِمُ بِاَللَّهِ
‘আমি শপথ করছি এবং আমি আল্লাহর নামে শপথ করছি উভয়টা দ্বারাই কসম সংগঠিত হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১২৪৭২]
বাদায়েউস সানায়ে ৩/১৪; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11591/article-details.html