প্রশ্ন
এক ভাই বললেন, যারা আগে কখনো হজ্ব বা উমরা করেননি তাদের প্রথম হজ্বের সময় উমরা করতে হয়। তার কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সামর্থ্য থাকলে জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা। এবং শুধু হজ্ব করার চেয়ে হজ্ব এবং উমরা উভয়টিই একসাথে করা উত্তম। তাই ফরজ হজ্ব আদায়ের সময় উমরাও আদায় করে নিলে ভালো। অবশ্য প্রথমে ফরজ হজ্ব আদায় শেষ করে পরবর্তীতেও উমরা আদায় করে নেওয়া যায়। এতেও উমরার সুন্নত আদায় হয়ে যাবে।
তবে প্রথম হজ্বের সময় উমরা করতে হয় -এ কথাটি সঠিক নয়। কারণ হজ্বে ইফরাদও কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত।
মানাসিক ৪৬৬, ২৫৬; গুনইয়াতুন নাসিক ১৯৬, ২০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11571/article-details.html