প্রশ্ন
নারীদের স্রাব চলাকালীন কি দোয়া-দুরুদ, জিকির-আযকার করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্রাব চলাকালীন নারীরা নামাজ পড়তে পারে না। তবে অন্যান্য দোয়া-দুরুদ পড়তে কোন সমস্যা নেই। বরং তাদের জন্য নামাজের সময় ওজু করে দোয়া-দুরুদ পড়া বা জিকির-আযকার করা মুস্তাহাব।
হাদিস শরিফে এসেছে, মামার (রহ.) বলেন: ‘আমার কাছে এই রেওয়ায়াত পৌঁছেছে যে, ঋতুমতী নারীকে প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় ওজু করে জিকির-আযকার করার আদেশ দেওয়া হত।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ১২২২]
ফাতাওয়া সিরাজিয়্যা, পৃ. ৫১, আলবাহরুর রায়েক ১/৩৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11565/article-details.html