প্রশ্ন
শুনেছি, ঈসা (আ.) কেয়ামতের পূর্বে পুনরায় দুনিয়াতে আগমন করবেন। আমি কুরআন-হাদিস থেকে সংক্ষেপে তার পরিচয় জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈসা (আ.) হলেন মারইয়াম (আ.) এর পুত্র। তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেন। তিনি একজন নবি। তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। কেয়ামতের পূর্বে তিনি পুনরায় অবতরণ করবেন। তার সম্পর্কে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-
‘সে মারইয়ামের পুত্র ঈসা।’ [সূরা মারইয়াম, আয়াত: ৩৪]
‘তিনি (মারইয়ামকে) বললেন, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মারইয়াম বলল, আমার পুত্র হবে কেমন করে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি নই কোনো ব্যভিচারিণী নারী? ফিরিশতা বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, আমার পক্ষে এটা একটা মামুলি কাজ। আমি এটা করব এজন্য যে, তাকে মানুষের জন্য (আমার কুদরতের) এক নিদর্শন বানাব এবং আমার নিকট হতে রহমতের প্রকাশ ঘটাব।’ [সূরা মারইয়াম, আয়াত: ১৯-২১]
‘স্মরণ কর সেই সময়কে যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল, হে বনী ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার রাসূল হয়ে এসেছি।’ [সূরা সাফ্ফ, আয়াত: ৬]
‘যখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈসা! আমি তোমাকে সহীহ সালামতে ওয়াপস নিয়ে নিব। তোমাকে নিজের কাছে তুলে নিব। এবং যারা কুফুরি অবলম্বন করেছে তাদের (উৎপীড়ন) থেকে তোমাকে মুক্ত করব।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৫৫]
অন্য আয়াতে আছে,
‘তারা বলে আমরা আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। অথচ তারা তাকে হত্যা করেনি, শুলেও চড়াতে পারেনি। বরং তাদের বিভ্রম হয়েছিল। প্রকৃতপক্ষে যারা এ সম্পর্কে মতভেদ করেছে তারা এ বিষয়ে সংশয়ে নিপতিত। এবং এ বিষয়ে অনুমানের অনুসরণ ছাড়া তাদের প্রকৃত কোনো জ্ঞানও ছিল না। সত্য কথা হচ্ছে তারা ঈসাকে হত্যা করেনি। বরং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন।’ [সূরা নিসা, আয়াত: ১৫৭]
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কসম সেই সত্ত্বার, যার কুদরতী হাতে আমার প্রাণ, অতি নিকটবর্তী সময়ে তোমাদের মাঝে অবতরণ করবেন মারইয়ামের পুত্র (ঈসা)। [সহিহ বুখারী ১/৪৯০; জামে তিরমিযী, হাদিস: ২২৩৩]
আয়েশা সিদ্দীকা (রা.) রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেছেন, ঈসা (আ.) আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন এবং ৪০ বছর দুনিয়াতে থাকবেন। [মুসনাদে আহমদ ৬/৭৫; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৩৮৬২৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11561/article-details.html