প্রশ্ন
আমার একটি কৌতূহলমূলক প্রশ্ন রয়েছে। সেটি হল, নারীদের যে মাসিক স্রাব হয়ে থাকে এটা কবে থেকে শুরু হল? সর্বপ্রথম কোন নারীর স্রাব হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি হাদিসে রয়েছে-
إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ
অর্থাৎ ঋতুস্রাব এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। [সহিহ বুখারি, হাদিস: ২৯৪]
এখানে আদম-কন্যা দ্বারা উদ্দেশ্য হল নারী জাতি। সে হিসেবে সর্বপ্রথম হাওয়া (আ.)-এর স্রাব হয়েছিল।
ফাতহুল বারী ১/৫২৬, তুহফাতুল কারী ২/৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11557/article-details.html