প্রশ্ন
আমার তিনটি কার আছে। এগুলোকে আমি ভাড়ায় খাটাই। আমি জানতে চাচ্ছি, এগুলোর মূল্যের উপর আমাকে যাকাত আদায় করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভাড়ায় চালিত কারের উপর যাকাত অপরিহার্য হয় না। কারণ তা যাকাতযোগ্য সম্পদ নয়। হাদিস শরিফে এসেছে, ইবনে উমর (রা.) বলেছেন-
لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ ، فَإِنَّ فِيهِ زَكَاةٌ.
‘যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১০৫৬০]
অবশ্য ভাড়ায় খাটিয়ে যে অর্থ লাভ করবেন সেটা যদি যাকাতের নেসাব পরিমাণ হয় তাহলে তার উপর যাকাত অপরিহার্য হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11523/article-details.html