প্রশ্ন
নারীদের স্রাব বনী ইসরাঈল থেকে শুরু হয়েছে না হাওয়া (আ.) থেকে শুরু হয়েছে? আপনাদের ওয়েবসাইটে দেখলাম, হাওয়া (আ.) থেকে শুরু হয়েছে। অথচ আমি একটা হাদিসে পড়লাম বনী ইসরাঈল থেকে শুরু হয়েছে। সমাধান কী? কোনটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি হাদিসে রয়েছে-
إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ
অর্থাৎ ঋতুস্রাব এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। [সহিহ বুখারি, হাদিস: ২৯৪]
এখানে আদম-কন্যা দ্বারা উদ্দেশ্য হল নারী জাতি। সে হিসেবে সর্বপ্রথম হাওয়া (আ.)-এর স্রাব হয়েছিল।
তবে আরেকটি হাদিসে রয়েছে, বনী ইসরাঈলের নারীরা কাঠের জুতা পরিধান করত। এ ধরনের উঁচু জুতা পরিধান করে তারা মসজিদে এসে পুরুষদের দিকে উুঁকি-ঝুঁকি দিত। তাদের এ কাজ আল্লাহ তাআলা অপছন্দ করে তাদের জন্য মসজিদে আসা হারাম করে দেন এবং তাদের উপর স্রাব চাপিয়ে দেন। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৫১১৪]
হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন: আসলে দুই হাদিসের মাঝে কোন বৈপরিত্য নেই। বনী ইসরাঈলের ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা ছিল তাদের উপর শাস্তি স্বরূপ দীর্ঘদিন পর্যন্ত লাগাতার স্রাব। সুতরাং এটার সাথে হাওয়া (আ.) এর ঘটনার কোন বিরোধ নেই।
ফাতহুল বারী ১/৫২৬, তুহফাতুল কারী ২/৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11487/article-details.html