প্রশ্ন
বর্তমানে দেখা যায়, এক সময়ের গরীবেরা বড় বড় দালান-কোঠার মালিক হয়ে আছে। এটা কি কেয়ামতের আলামত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেয়ামতের আলামতের একটি হল গরীবেরা বড় বড় দালান-কোঠার মালিক হয়ে যাবে এবং সেগুলো নিয়ে গর্ব করতে থাকবে। হাদিস শরিফে এসেছে, আবু হুরাইরা (রা.) বলেন, (কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে) রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِى الْبُنْيَانِ
‘কিয়ামতের একটি আলামত হল, বকরীর রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে।’ [সহিহ বুখারি ১/১২; সহিহ মুসলিম ১/২৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11481/article-details.html