প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলন রয়েছে যে, কাউকে দাফনের পর তার কবরের পাশে দাঁড়িয়ে আযান দেওয়া হয়। শরিয়তে এর কোন ভিত্তি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে আযান দেওয়ার কোন নিয়ম ইসলামি শরিয়তে নেই। এটি একটি ভিত্তিহীন কাজ এবং বিদআত।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন: ‘যে ব্যক্তি এই দ্বীনের মাঝে কোনো নতুন বিষয় আবিষ্কার করবে, যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়- তা প্রত্যাখ্যাত। [সহিহ বুখারি ১/৩৭১]
তাই এ থেকে বিরত থাকা জরুরি।
সহিহ বুখারি ১/৩৭১, রদ্দুল মুহতার ১/৩৮৫, ২/২৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11453/article-details.html