প্রশ্ন
কোন নারীর যদি হজ্বের মধ্যে সাঈ করার সময় স্রাব শুরু হয়ে যায় এবং এ অবস্থায় সে সাঈ পূর্ণ করে তাহলে তার সাঈ শুদ্ধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাঈ শুদ্ধ হওয়ার জন্য স্রাব থেকে পবিত্র থাকা জরুরি নয়। আয়েশা (রা.) ও উম্মে সালামা (রা.) বলতেন, কোনো মহিলার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং তৎপরবর্তী দু’ রাকাত নামায আদায় করার পর ঋতুস্রাব শুরু হয়ে গেলে সে যেন সাফা-মারওয়া সাঈ করে নেয়। [মুসান্নাফে ইবনে আবি শাইবা ৮/৪৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11443/article-details.html