প্রশ্ন
জনৈক ব্যক্তি ভার্সিটি থেকে ঘুষের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করেছে পড়ালেখা না করেই। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি যদি সেই সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেয় তাহলে তার উপার্জন হালাল হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘুষ দেওয়া শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে,
عن عبد الله بن عمرو قال: قال النبي صلى الله عليه وسلم: الراشي والمرتشي في النار
‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে।’[আলমু’যামুল আওসাত, তাবারানী, হাদিস: ২০২৬]
অপরদিকে না পড়েই ঘুষ দিয়ে সার্টিফিকেট অর্জন করে চাকরি নেওয়া ধোঁকারও শামিল। যা শরিয়তের দৃষ্টিতে আরেকটি গর্হিত কাজ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
‘যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৫]
সুতরাং উক্ত ব্যক্তি যদি এই জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয় তাহলে তার উপার্জন বৈধ হবে না।
রদ্দুল মুহতার ১৫/৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11371/article-details.html