প্রশ্ন
একটি বইয়ে আলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিস দেখতে পেলাম। সেখানে তিনি নিজের ব্যাপারে বলেছেন, وَأَنَا الصِّدِّيقُ الْأَكْبَرُ। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত বক্তব্যটি একাধিক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নিম্নে সেটি উল্লেখ করা হল।
قَالَ عَلِيٌّ أَنَا عَبْدُ اللَّهِ، وَأَخُو، رَسُولِهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا الصِّدِّيقُ الأَكْبَرُ، لاَ يَقُولُهَا بَعْدِي إِلاَّ كَذَّابٌ صَلَّيْتُ قَبْلَ النَّاسِ بِسَبْعِ سِنِينَ
‘আলী বলেছেন, আমি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল (সা.)-এর ভাই। আমি পরম সত্যবাদী। আমার পরে কেবল মিথ্যাবাদীই এই (খেতাব) দাবি করবে। আমি লোকেদের সাত বছর পূর্বেই নামাজ আদায় করেছি।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২০]
হাদিসের কিতাবে উক্তিটি বর্ণিত হলেও তা মূলত একটি জাল হাদিস। এই উক্তিটি সম্পর্কে মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন। নিম্নে তার কিছু উল্লেখ করা হল।
ইমাম ইবনুল জাওযী (রহ.) বলেন,
‘হাদিসটি মুনকার।’ [আল মাওজুআত ১/৩৪১]
হাফেজে হাদিস শামসুদ্দীন যাহাবী (রহ.) বলেন,
‘হাদিসটি মুনকার। আমি বিশ্বাস করি না যে, আলী (রা.) কখনো এমন কথা বলবেন।’ [তাহযীবু তাযীবীল কামাল ৭/২৬৮, হাদিস: ৫২৮৪]
হাফেজ ইবনে কাসীর (রহ.) বলেন,
‘উক্ত হাদিসটি পুরোটাই মুনকার।’ [আল বিদায়া ওয়ান নিহায়া ১/৪৩২]
এ ছাড়াও অন্যান্য বড় বড় মুহাদ্দিসগণ হাদিসটিকে জাল ও ভিত্তিহীন বলেছেন।
সিলসিলাতু আহাদিসিস যয়ীফা ১০/৬৫১, হাদিস: ৪৯৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11343/article-details.html