প্রশ্ন
ঈদের রাতের বিশেষ কোনো ইবাদত আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের রাত ফজিলতপূর্ণ হলেও এ রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই। অন্যান্য রাতের মত কুরআন তেলাওয়াত, নফল নামাজসহ যে কোনো ধরনের ইবাদতে কাটানো যেতে পারে। ইমাম শাফেয়ি (রহ.) বলেন-
وبلغنا أنه كان يقال: إن الدعاء يستجاب في خمس ليال في ليلة الجمعة وليلة الاضحى وليلة الفطر وأول ليلة من رجب وليلة النصف من شعبان
‘আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে, পাঁচ রাত্রিতে দোয়া কবুল হয়। জুমার রাত, ঈদুল আযহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের পনেরতম রজনী।’ [মুসনাদুশ শাফেয়ি ১/২৬৪]
ইবরাহীম ইবনে মুহাম্মাদ বলেন-
رأيت مشيخة من خيار أهل المدينة يظهرون على مسجد النبي صلى الله عليه وسلم ليلة العيد فيدعون ويذكرون الله حتى تمضى ساعة من الليل
‘ঈদের রাত্রিতে আমি মসজিদে নববীতে মদীনার শ্রেষ্ঠ শায়খদেরকে দোয়া-দুরুদ ও জিকির-আযকারে কাটাতে দেখেছি। এভাবেই তাদের রাতের উল্লেখযোগ্য একটা অতিবাহিত হত।’ [মুসনাদুশ শাফেয়ি ১/২৬৪]
সুতরাং, এ রাতে আমরা নামাজ, জিকির আজকার ও বিভিন্ন তাসবীহ পাঠে মশগুল থাকব।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11328/article-details.html