প্রশ্ন
ঈদের দিনের আদবগুলো সম্পর্কে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের দিনে পালনীয় কয়েকটি আদব রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল,
১. ঈদগাহে যাওয়ার আগে গোসল করা।
২. ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে কোনো কিছু খাওয়া। রাসূল (সা.) খেজুর খেতেন। তাই খেজুর খাওয়া সুন্নত। তবে খেজুর না থাকলে অন্য যেকোনো কিছু খাওয়া যাবে। আর ঈদুল আযহাতে নামাজ পড়ে এসে তারপর কোনো খাওয়া।
৩. ঈদের দিন তাকবীর দেওয়া। বিভিন্ন হাদিস ও আছার দ্বারা বিষয়টি প্রমাণিত।
৪. পরস্পর পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা।
৫. উত্তম পোশাক পরিধান করা। নতুন পেশাক হওয়া জরুরি নয়। বরং পুরাতন কাপড়ের মাঝে যেটি উত্তম, সেটিও ধুয়ে পরিষ্কার করে পরিধান করলে সুন্নত আদায় হয়ে যাবে।
৬. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসা।
সূরা বাকারা, আয়াত: ১৮৫; মুয়াত্তা মালেক, হাদিস: ৪২৮; সহিহ বুখারি, হাদিস: ৯৫৩; সহিহ বুখারি, হাদিস: ৯৮৬; সহিহ ইবনে খুযাইমা, হাদিস: ১৭৬৫; ইরওয়াউল গালিল ২/১২১; আল ফাতহ ২/৪৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11309/article-details.html