প্রশ্ন
শবে ক্বদরের রাতে কি ইবাদতকারীদের জন্য ফেরেশতারা দোয়া করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, শবে ক্বদরের রাতে ইবাদতকারীদের জন্য ফেরেশতারা রহমত ও বরকতের দোয়া করে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
‘এ রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের রবের নির্দেশক্রমে। এটা নিরাপত্তা, যা ফজর উদিত হওয়ার পর্যন্ত অব্যাহত থাকে।’ [সূরা কদর, আয়াত: ৪-৫]
তাফসীরে ইবনে কাসীর ৮/৪২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11257/article-details.html