প্রশ্ন
২৭শে রজব রোজা রাখলে কি ৬০ মাস রোজা রাখার সওয়াব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
লোকমুখে এ সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়। হাদিসটি হল,
مَنْ صام يومَ سبعٍ وعشرينَ من رجبٍ كُتبَ له صيامُ ستِّينَ شهرًا
‘যে ব্যক্তি রজবের ২৭ তারিখ রোজা রাখবে তার আমলনামায় ৬০ মাস রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে।’ [তাবয়ীনুল আযব, বর্ণনা: ৪৫]
আল্লামা ইবনে হাজর আসকালানী (রহ.) হাদিসটিকে মওকুফ ও যয়ীফ বলেছেন। এর সূত্র রাসূল (সা.) পর্যন্ত পৌঁছে না। [তাবয়ীনুল আযব, বর্ণনা: ৪৫]
কোনো আলেম এই বর্ণনাটিকে মুনকার বলেছেন। ইবনে রজব হাম্বলী (রহ.) তার কিতাবে লিখেন,
‘আর রজব মাসকে কেন্দ্র করে বিশেষ রোজার কোনো ফজিলত রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়নি।’ [লাতায়িফুল মাআরিফ পৃ. ১১৮]
সুতরাং ২৭শে রজব রোজা রাখলে ৬০ মাস রোজা রাখার সওয়াব পাওয়া যাবে বর্ণনাটি সঠিক নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11063/article-details.html