প্রশ্ন
স্ত্রীর কল্পনারত অবস্থায় বীর্যপাত হয়ে গেলে রোজা ভাঙ্গবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রীর কল্পনারত অবস্থায় এমনিতেই যদি বীর্যপাত হয়ে যায় তাহলে এর দ্বারা রোজা ভাঙ্গবে না। হাদিস শরিফে এসেছে,
وَقَالَ جَابِرُ بْنُ زَيْدٍ: إِنْ نَظَرَ فَأَمْنَى يُتِمُّ صَوْمَهُ
‘জাবির ইবনে যায়েদ (রহ.) বলেন, (নারীদের দিকে) তাকালে যদি বীর্যপাত ঘটে, তাহলেও রোজা পূর্ণ করবে।’ [সহিহ বুখারি, তালীক, ৩/৩০]
তবে কাজটি অবশ্যই অন্যায় হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে।
আল বাহরুর রায়েক ২/৪৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10939/article-details.html