প্রশ্ন
তারাবীর নামাজের পর اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار… দোয়াটি পাঠ করা কি জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত দোয়া পাঠ করা জরুরি নয়। কারণ দোয়াটি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কাজেই উক্ত দোয়া পাঠ করাকে জরুরি মনে করা যাবে না। বরং যে কোনো দোয়াই পাঠ করতে পারবে। হাদিস শরিফে এসেছে,
كَانَ النَّبِيُّ صلي الله عليه وسلم إِذَا سَلَّمَ مِنَ الصَّلَاةِ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَا أَنْتَ
‘রাসূল (সা.) নামাজের সালাম ফিরানোর পর বলতেন,
আল্লাহুম্মাগ ফিরলী মা ক্বাদ্দামতু ওয়ামা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ‘লানতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ‘লামু বিহি মিন্নী আনতাল মুক্বাদ্দিমু ওয়া আনতাল মুয়াখখিরু লা ইলাহা ইল্লা আনতা।
অর্থ, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন যা কিছু আমি পূর্বে ও পরে করেছি, গোপনে, প্রকাশ্যে ও সীমালঙ্ঘন করেছি, এবং যা আমার চেয়ে আপনি অধিক জ্ঞাত। আপনিই আদি ও অন্ত। আপনি ছাড়া কোন ইলাহ নেই।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১৫০৯]
তবে দোয়ার অর্থটি ভালো হওয়ার কারণে জরুরি মনে করা ছাড়াই তা পাঠ করা যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10931/article-details.html