প্রশ্ন
রমজান মাসে তারাবীর নামাজ জামাতের সাথে পড়া উত্তম, নাকি একাকি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজান মাসে তারাবীর নামাজ জামাতের সাথে পড়া উত্তম। হাদিস শরিফে এসেছে,
دَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ بِثَلَاثَةِ قُرَّاءٍ فَاسْتَقْرَأَهُمْ، فَأَمَرَ أَسْرَعَهُمْ قِرَاءَةً أَنْ يَقْرَأَ لِلنَّاسِ فِي رَمَضَانَ بِثَلَاثِينَ آيَةً، وَأَمَرَ أَوْسَطَهُمْ أَنْ يَقْرَأَ خَمْسًا وَعِشْرِينَ، وَأَمَرَ أَبْطَأَهُمْ أَنْ يَقْرَأَ عِشْرِينَ آيَةً
‘উমর (রা.) তিনজন কারীকে ডাকলেন। তাদের কেরাত শুনলেন। যিনি দ্রুত কেরাত পড়তে পারেন তাকে আদেশ দিলেন, লোকদের নিয়ে তারাবীর প্রতি রাকাতে ত্রিশ আয়াত করে পড়তে। যিনি মধ্যম ধরণের কেরাত পড়তে পারেন তাকে নির্দেশ দিলেন প্রতি রাকাতে পঁচিশ আয়াত করে পড়তে। আর যিনি ধীরে কেরাত পড়েন তাকে নির্দেশ দিলেন বিশ আয়াত করে পড়তে।’ [শুআবুল ঈমান, হাদিস: ৩০০৪]
শায়েখ ইবনে কাসীম (রহ.) লিখেন,
وفي جماعة أفضل من الانفراد لإجماع الصحابة رضي الله عنهم
‘তারাবীর নামাজ একাকি পড়ার চেয়ে জামাতের সাথে পড়া উত্তম। কেননা এ ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা সংঘটিত আছে।’ [হাশিয়াতুর রওজ ২/২০১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10878/article-details.html