প্রশ্ন
মালাকুল মাউতের নামই কি আযরাঈল (আ.)?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষের মাঝে বিষয়টি প্রচলিত যে, মালাকুল মাউতের নামই আযরাঈল (আ.)। কিন্তু কুরআন ও সহিহ হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি। তবে কিছু আছার ও ইজরাইলী রেওয়ায়েতে বিষয়টি পাওয়া যায়। আল্লামা ইবনে কাসীর (রহ.) তার কিতাবে লিখেন,
‘জান কবযকারী ফেরেশতার নাম কুরআন ও সহিহ হাদিসে পাওয়া যায় না। তবে কিছু আসারে আযরাঈল নামটি পাওয়া যায়।’ [আলবিদায়া ওয়াননিহায়া ১/১০৬]
কাজেই এ বিষয়টি সুনিশ্চিতভাবে বলা যায় না যে, মালাকুল মাউতের নামই আযরাঈল (আ.)।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10798/article-details.html