প্রশ্ন
আমরা অনেকেই বাচ্চাদেরকে আদর করে লক্ষ্মী সোনা বলে থাকি। কিন্তু কিছুদিন আগে একজন আলেমকে বলতে শুনলাম, লক্ষ্মী শব্দ ব্যবহার করা জায়েয নেই। প্রশ্ন হল, আসলেই কি লক্ষ্মী শব্দ ব্যবহার করা জায়েয নেই?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
লক্ষ্মী হিন্দুদের একটি দেবীর নাম। তারা তাকে ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বলে মনে করে। এ কারণে তারা তাদের বাচ্চাদেরকে লক্ষ্মী নামে ডেকে থাকে।
সুতরাং কোনো মুসলমানের জন্য উক্ত শব্দ ব্যবহার করা বৈধ হবে না। কারণ বিধর্মীদের রীতি নীতি গ্রহণ করা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
কাজেই বাচ্চাদেরকে আদর করে এ জাতীয় শব্দ দ্বারা সম্বোধন করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10733/article-details.html