প্রশ্ন
আমার এক আত্মীয় গত বছর ওমরার জন্য ইহরাম বেঁধে উমরা না করে তা দ্বারা হজ্ব করে ফেলে। জানতে চাচ্ছি, তার হজ্ব হয়েছিল কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উমরা উহরাম দ্বারা হজ্ব আদায় করলে হজ্ব আদায় হয়ে যায়। তবে কাজটি মাকরূহ হয়। সুতরাং আপনার আত্মীয়র উক্ত হজ্ব আদায় হয়ে গিয়েছে।
তবে উমরার ইহরাম বাঁধার পর উমরা না করার কারণে আপনার আত্মীয়র উপর উমরাটির কাযা করা আবশ্যক হয়ে গিয়েছে। পাশাপাশি একটি দমও তাকে দিতে হবে। দম হল, কমপক্ষে এক বছর বয়সী একটি বকরী কুরবানী করে দেওয়া।
উমদাতুল কারী ৭/৪২২; হিন্দিয়া ১/২৫৪; আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ২/১৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10560/article-details.html