প্রশ্ন
কিছুদিন আগে এক নাস্তিকের সাথে আমার কথা হয়। সে আমাকে প্রশ্ন করে, সকল মানুষ কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করল না? তাহলেই তো আর কেউ ভিন্ন ধর্মাবলম্বী হত না। আমি এই প্রশ্নের উত্তর জানি না দেখে তার উত্তর দিতে পরিনি। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, সকল মানুষ কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করল না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মূলত আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
‘যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম।’ [সূরা মুলক, আয়াত: ২]
তাছাড়া কোনো শিশুই অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না। বরং মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ
‘প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা-পিতা তাকে ইয়াহূদী বা নাসারা অথবা অগ্নি উপাসক করে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৮৫]
আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বিশুদ্ধ বিবেক বুদ্ধি দান করেছেন। প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল, সে তার বিবেক বুদ্ধি দ্বারা তার স্রষ্টাকে চিনে নিবে। সে যদি একাজ করে তাহলে অবশ্যই সে তার স্রষ্টাকে চিনতে বাধ্য। কিন্তু যখন সে এ কাজ করে না, তখন সে শাস্তির উপযুক্ত হয়ে যায়। একারণেই কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
আমি শীঘ্রই তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে। ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে ওটাই সত্য। এটা কি যথেষ্ট নয় যে, তোমার রব সর্ব বিষয়ে অবহিত?’ [সূরা হা মীম আস সাজদা, আয়াত: ৫৩]
কাজেই অমুসলিম পরিবারে জন্ম নেওয়া কেউ যখন নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তার প্রতিপালকের পরিচয় লাভ করে না, তখনই সে অকৃতকার্য হয়ে যায়। সবাই যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করত তাহলে পরীক্ষাই হত না। ফলে দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো অর্থই হত না।
সুতরাং সবাই কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করল না- এটি একটি অবান্তর প্রশ্ন ছাড়া আর কিছুই নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10535/article-details.html