প্রশ্ন
আমার বিয়ের পর আমার স্বামী শুধু আমাকে স্পর্শ করেছেন। তার সাথে কোনো নির্জনবাস আমার হয়নি। কিছুদিন পর কিছু সমস্যার কারণে তার আর আমার মাঝে তালাক হয়ে যায়। জানতে চাচ্ছি, আমার জন্য কি এখন ইদ্দত পালন করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইদ্দত পালন আবশ্যক হওয়ার জন্য নির্জনবাস শুদ্ধ হতে হয়। আর নির্জনবাস শুদ্ধ তখন হবে যখন স্বামী স্ত্রী এমন নির্জন কোনো স্থানে থাকবেন যেখানে সহবাসের জন্য কোনোরূপ প্রতিবন্ধকতা থাকবে না।
প্রশ্নোক্ত বর্ণনানুযায়ী আপনাদের মাঝে যদি এ জাতীয় নির্জনবাস না হয়ে থাকে, বরং শুধু স্পর্শ হয়ে থাকে তাহলে এর দ্বারা নির্জনবাস শুদ্ধ হবে না। তাই তালাক হলেও আপনার জন্য ইদ্দত পালন করা আবশ্যক হবে না। বরং আপনি ইদ্দত পালন ছাড়াই অন্যত্র বিয়ে বসতে পারেন।
সূরা আহযাব, আয়াত: ৪৯; আল মাবসুত, সারাখসী ৫/১৫০; বাদায়েউস সানায়ে ৩/১৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10453/article-details.html