প্রশ্ন
কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম, জনৈক আলেম বলছেন, আশুরার দিন ভালো খাবারের আয়োজন সম্পর্কিত হাদিসটি জাল। প্রশ্ন হল, আসলেই কি উক্ত হাদিসটি জাল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আশুরার দিন ভালো খাবারের আয়োজন সম্পর্কিত হাদিসটিকে জাল বলার কোনো সুযোগ নেই। বরং হাদিসটিকে সর্বোচ্চ যয়ীফ বলা যেতে পারে। আল্লামা আলী ইবনে আবু বকর হাইছামী (রহ.) বলেন,
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ، وَفِيهِ الْهَيْصَمُ بْنُ الشَّدَّاخِ، وَهُوَ ضَعِيفٌ جِدًّا
‘হাদিসটি ইমাম তাবারানী কাবীর গ্রন্থে উল্লেখ করেছেন। এই হাদিসের রেওয়ায়েতে হাইসম ইবনে শাদ্দাখ রয়েছে যিনি অত্যন্ত দুর্বল রাবী।’ [মাজমাউয যাওয়ায়েদ ৩/১৮৯, হাদিস: ৫১৩৭]
উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, যয়ীফ হাদিস ফাজায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে থাকে। সুতরাং এ হাদিসটিকে জাল বলার কোনো সুযোগ নেই।
আল আজকার ৭-৮; লিসানুল মিযান ৬/৩০৭; রদ্দুল মুহতার ২/৪১৯; হাশিয়াতুস সাওয়ী ১/৬৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10407/article-details.html