প্রশ্ন
কেউ কেউ বলেন, শবে বরাতের পরের দিন রোজা রাখা জায়েয নয়। কেউ কেউ আবার এ দিন খুব গুরুত্বের সাথে রোজা রাখেন। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শবে বরাতের পরের দিন বিশেষভাবে রোজা রাখা সুন্নত কিংবা মুস্তাহাব নয়। তবে শাবান মাসের প্রথম দিন থেকে সাতাইশ তারিখ পর্যন্ত রোজা রাখার বিশেষ ফযিলতের কথা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। তাছাড়া পনেরতম দিনটি আইয়ামে বীজেরও অন্তর্ভুক্ত। এ ছাড়া একটি যয়ীফ হাদিসে সে দিন রোজার রাখার কথাও রয়েছে। হাদিস শরিফে এসেছে-
পনেরো শা’বানের রাত (চৌদ্দ তারিখ দিবাগত রাত) যখন আসে তখন তোমরা তা ইবাদত-বন্দেগীতে কাটাও এবং পরদিন রোযা রাখ।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৪]
তাই এ সব বিবেচনায় পরের দিন তুলনামূলক একটু বেশি গুরুত্বের সাথে রোজা রাখার অবকাশ রয়েছে।
বিশিষ্ট মুহাদ্দিস ইবনে রজব হাম্বলী (রহ.) বলেন:
‘শাবান মাসের পনেরো তারিখে রোজা নিষেধ হওয়ার প্রশ্নই আসে না। কেননা ঐ দিন তো ‘আইয়ামে বীজ’ -এর অন্তর্ভুক্ত। আর প্রতি মাসেই আইয়ামে বীজে রোজা রাখা মুস্তাহাব। তাছাড়া ১৫ শাবানের রোজা সম্পর্কে একটি স্বতন্ত্র হাদিসও রয়েছে; যদিও এর ‘সনদ’ দুর্বল।’
লাতায়িফুল মাআরিফ ১৫১/১৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10387/article-details.html